১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন পুতিন

প্রতিদিনের ডেস্ক  
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন। পুতিন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগুকে তার পদ থেকে সরিয়ে দেয়ার প্রস্তাব করেছেন। পঞ্চম দফায় দায়িত্ব গ্রহণের পর মন্ত্রিসভা পুনঃগঠনের অংশ হিসেবে পুতিন এই পদক্ষেপ নিয়েছেন। পুতিন প্রতিরক্ষামন্ত্রী পদে আন্দ্রেই বেলোসভের নাম প্রস্তাব করেছেন। সাবেক এই উপ-প্রধানমন্ত্রী অর্থনীতিতে বিশেষজ্ঞ। আর শইগুক নিরাপত্তা পরিষদের সচিব করা হচ্ছে। রুশ আইন অনুযায়ী, পুতিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার (১৪ মে) পুরো মন্ত্রিসভা পদত্যাগ করবে। বেলোসভের প্রার্থিতা রুশ পার্লামেন্টের উচ্চকক্ষে অনুমোদিত হতে হবে। সের্গেই শইগুকে ২০১২ সালে প্রতিরক্ষামন্ত্রী নিযুক্ত করা হয়। এর দুই বছর আগে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে রাশিয়া। শইগুর ডেপুটি তিমুর ইভানভকে ঘুষ গ্রহণের দায়ে গত মাসে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এখন তদন্ত চলছে। শইগুর সঙ্গে সম্পর্ক অবনতির প্রেক্ষাপটে তার এই পতন ঘটে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়