৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

কালিগঞ্জ উপজেলা হিসাব রক্ষণ অফিসে ৩ দিনব্যাপী বিশেষ সেবা শুরু

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা হিসাব রক্ষণ কার্যালয়ের আয়োজনে বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল( সি এ জি) কার্যালয়ের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০১৪ এবং তিন দিনব্যাপী ১২ থেকে ১৪ মে বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো নাজিম উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইপিআই টেকনিশিয়ান মহিবুল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা হিসাবরক্ষণ অফিসের এস ওএস তাজউদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা শঙ্কর কুমার দে, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্দ্রনাথ মন্ডল প্রমুখ। বক্তারা বলেন ডিজিটাল বাংলাদেশের সেবা সকল সরকারি অফিসে ব্যবহার করা হচ্ছে। হিসাবরক্ষণ অফিসে ওয়ান স্টপ সার্ভিস সেবা প্রাপ্তিতে সরকার বদ্ধপরিকর, উন্নয়নের জন্য সুশাসন যেমন সুশাসনের জন্য নিরীক্ষা তেমন ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ সমৃদ্ধের জন্য এগিয়ে যাচ্ছে। উপজেলা হিসাবরক্ষণ অফিস থেকে অবসরপ্রাপ্ত ভাতা ভোগিরা অনলাইনের মাধ্যমে ওয়ান স্টপ স্টপ সেবা পাবে। বাংলাদেশের কম্পোট্রলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়ের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী ১২ থেকে ১৪ মে বিশেষ সেবা কার্যক্রম চলবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়