৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

সাতক্ষীরায় ধান-চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনার বাংলাদেশ ‘ক্ষুধা হবে নিরুদ্দেশ এই শ্লোগানকে সামনে রেখে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ-২০২৪ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। খাদ্য গুদাম, সাতক্ষীরার আয়োজনে সোমবার (১৩ মে) সকাল ১০ টায় সদর উপজেলা খাদ্য গুদাম চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু। সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন প্রমুখ। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন, সদর খাদ্য গুদাম ইনচার্জ এস এম আমিনুর রহমান বুলবুল, জেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি আব্দুস সবুর, সহ-সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মো. আব্দুল গফফার প্রমূখ। এবার সাতক্ষীরা সদর উপজেলার সিদ্ধ চাউল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭. ৩১১ মেট্রিক টন, আতপ চাউল ১ শ ৫৬. ৯শ ৯০ মেট্রিক টন, গম ৪৩ মেট্রিক টন এবং ধান লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ২১৮২ মেট্রিক টন। ধান ও চাল সংগ্রহের উদ্বোধন শেষে সদর উপজেলা খাদ্য গুদাম চত্বরে সংসদ সদস্য আশুসহ অতিথি বৃন্দ দুটি ফলজ বৃক্ষরোপণ করেন। এসময় বিভিন্ন কর্মকর্তা, মিল মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়