৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

কুয়াদা বাজারে দুই প্রতিষ্ঠানে জরিমানা

শামীম হোসেন, কুয়াদা
যশোরের কুয়াদা বাজারে রাজ মেডিকেল হল ও মামা ভাগ্নে স্টোরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে। জানা যায়, যশোর সদর ও মনিরামপুর উপজেলার সীমান্তবর্তী স্থান কুয়াদা বাজারে মঙ্গলবার আনুমানিক বেলা সাড়ে ১১ টার দিকে রাজ মেডিকেল হলের প্রোপাইটর বহুল আলোচিত আশীষ কুমার ভদ্রকে ফার্মেসির প্রয়োজনীয় কাগজপত্র না থাকার জন্য ২ হাজার টাকা ও মামা ভাগ্নে স্টোরে খাবারের প্যাকেটে মেয়াদ না থাকার কারণে ফারুক হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং টি, জি, ফার্মেসীর নামধারী গ্রাম ডাক্তার আলোচিক ইকবাল হোসেন বকুলকে প্রতিষ্ঠানে ময়লা আবর্জনা থাকা এবং ডাক্তার না হয়ে ও নামের আগে ডাক্তার ব্যবহার করার কারণে তাকে কঠোর সতর্কতা করা সহ লিফলেট বিতরণ করা হয়েছে। এ অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম। এ সময় সেনেটারি ইন্সপেক্টর ও জেলা পুলিশের টিম তার সঙ্গে ছিলেন।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়