২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপের ডিজাইন, যেসব সুবিধা পাবেন

প্রতিদিনের ডেস্ক:
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ অ্যাপ বদলে যাচ্ছে। মেটা সাইটটিতে নানান পরিবর্তন আনতে চলেছে। এরই মধ্যে একাধিক নতুন ডিজাইন যুক্ত হয়েছে সাইটটিতে। এই অ্যাপে এখন ইউজাররা পাবেন আরও বেশি ডার্ক মোড।
আইওএস এবং অ্যান্ড্রয়েড-দুই মাধ্যমেই লক্ষ্য করা যাবে হোয়াটসঅ্যাপ অ্যাপের নতুন ডিজাইন এবং ফিচার। ব্যবহারকারীরা যেন সহজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন সেই জন্যই এইসব নতুন ডিজাইন, ফিচার চালু হয়েছে। আপনি অ্যান্ড্রয়েড কিংবা আইওএস যে ডিভাইস ব্যবহারকারী হোন না কেন হোয়াটসঅ্যাপের নতুন ডিজাইনটি দেখতে পাবেন।চলুন নতুন তিনটি ফিচারের কথা জেনে নেওয়া যাক-হোয়াটসঅ্যাপের চ্যাট ফিল্টার
প্ল্যাটফর্মে ফিচারটি কিছুদিন আগেই চালু হয়েছে। অনেকেই এরই মধ্যে এটি ব্যবহার করেছেন। শুধু মোবাইল ভার্সন নয়, ওয়েব মাধ্যমেও এই ফিচারের পরিষেবা পাবেন ব্যবহারকারীরা। অল, আনরেড, গ্রুপ তিনটি আলাদা চ্যাট ফিল্টার থাকছে হোয়াটসঅ্যাপে। অল বিভাগে থাকবে সব চ্যাট। আনরেড বিভাগে থাকবে সেইসব মেসেজ যেগুলো আপনার পড়া হয়নি। অনেক সময় হোয়াটসঅ্যাপের মেসেজ আমাদের পড়া হয় না। আর অন্যান্য নতুন মেসেজের ভিড়ে ওইসব না পড়া মেসেজ পেছনে হারিয়ে যায়। এই সমস্যা থেকে ব্যবহারকারীদের মুক্তি দেবে আনরেড চ্যাট ফিল্টার। আর গ্রুপ বিভাগে থাকবে হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে আসা মেসেজ। এর ফলেও গ্রুপের বিভিন্ন মেসেজ খুঁজে পেতে সুবিধা হবে ব্যবহারকারীদের। না পড়া হলেও পরে খুঁজে পাওয়া যাবে। হারিয়ে যাবে না।হোয়াটসঅ্যাপে ডার্কার ডার্ক মোড হোয়াটসঅ্যাপ এখন আমাদের অনেকেরই প্রায় সারাক্ষণের সঙ্গী। এদিকে বেশিক্ষণ ফোনের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ দেখলে আপনার চোখের উপর চাপ পড়তে পারে। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আরও বেশি ডার্ক মোড এনেছে অ্যাপ কর্তৃপক্ষ। ব্যবহারকারীদের চোখে যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্যই এই ফিচার চালু করা হচ্ছে। নতুন ডার্ক মোডে ফোনে কম আলো দেওয়া থাকলেও ব্যবহারকারীরা ভালোভাবে হোয়াটসঅ্যাপ দেখতে এবং ব্যবহার করতে পারবেন। তাদের চোখের কোনো অসুবিধা হবে না। আগের মতোই সবুজ রঙের ছোঁয়া রয়েছে। তবে এবারের সবুজ রং একটু আলাদা শেডের।হোয়াটসঅ্যাপের বিভিন্ন আইকন এবং বাটন
এইসব আইকন এবং বাটনের ডিজাইনেও এসেছে পরিবর্তন। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপে এসেছে নতুন অ্যানিমেশন এবং নতুন ডিজাইনের ইলাস্ট্রেশন। হোয়াটসঅ্যাপের বিভিন্ন আইকন এবং বাটনের ডিজাইন ও রং পরিবর্তনের ফলে সেগুলো দেখতে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। এসব আইকন, বাটনের ক্ষেত্রে তাদের আকার-আকৃতির দিকেও ব্যবহারকারীদের নজর আকর্ষণ করার বিষয়টিই মাথায় রেখেছে হোয়াটসঅ্যাপ সংস্থা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়