১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

অভয়নগরে দুই মোটরসাইকেল চালককে ২৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া স্বাধীনতা চত্বর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মোটিরসাইকেল চালকে ২৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয় । বুধবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি) মো:শামীম হোসাইন এ অভিযান চালায়। দন্ডপ্রাপ্তরা হলেন মনিরামপুর উপজেলা হরিদাশপুর গ্রামের একতার মোল্যার ছেলে সাব্বির হোসেন (১৯)কে বিশ হাজার টাকা ও অভয়নগর উপজেলার ধোপদী গ্রামের ফসিয়ার রহমানের ছেরে সুমন হোসেন কে (২৩) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সড়কে শৃঙ্খলা ফেরাতে বুধবার বিকালে নওয়াপাড়া স্বাধীনতা চত্বরে যানবাহনের ওপর অভিযান চালানো হয়। এসময় দুই জন মোটরসাইকেল চালকের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কোন কাগজ পত্র না থাকা, মটরসাইকেলে তিনজন চড়া ও হেলমেট না থাকায় তাদের মটরসাইকেল জব্দ করে উক্ত জরিমানা করে তা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি) মো:শামীম হোসাইন বলেন. ড্রাইভিং লাইসেন্স ব্যাতীত মোটরযান ও গণপরিবহণ চালানার (সড়ক পরিবহণ আইন ২০১৮ এর (৬৬) ধারা মোতাবেক এ দন্ডাদেশ প্রদান করা হয়। তিনি আরো বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়