১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

এমরান কবিরের দুটি কবিতা

প্রতিদিনের ডেস্ক:
পথ
গৃহপালিত পাখি দেখে আনন্দে নাচে হরিণী
উড়ালের ক্ষত নিয়ে, অধীনতা নিয়ে তবু তাকে ডাকিনি
হরিণের ক্ষত, পাখির ডানায় ভর করে তবু আমরা জানিনফেরার গল্পে তবু পড়ে যার অজ্ঞাত পালক
হরিণীর শিং খাঁচার পেরেক আর
উল্টে যাওয়া উল্টো পথ
সবগুলো আয়ু নিয়ে চোখ নাচে রঙিন
প্লিজ
পাখিটাকে পাখা হরিণীকে রং আর পথকে পথ করে দিন
****
থুথু
আমি একটু থুথু ফেলব
তুমি এর কী নাম দিতে চাও?
ভাষা?
ঠিক আছে
ভিক্ষুকের ছদ্মবেশে
লিখব তাহলে এপিটাফ
হয়ে যাবে অমর আহরণ
থুথুগুলো পেয়ে যাবে ফুল
তোমার শোকপক্ষগুলো ভেসে যাবে
নদীতে পাবে না কুল

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়