রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের জমজম রেস্টুরেন্টের নির্মাণাধীন ৫ তলা ভবন থেকে নড়াইল সদর থানা পুলিশ জয় গোস্বামী (১৭) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।বুধবার দুপুরে পৌরসভার রূপগঞ্জ বাজার এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। জয় গোস্বামী সদর পৌরসভার বাহিরডাঙ্গা গ্রামের পরিমল গোস্বামীর ছেলে। সে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে জয় গোস্বামী তার চাচার সঙ্গে দেখা করার জন্য রূপগঞ্জ বাজারের উদ্দেশে বাসা থেকে বের আসে। পরে দুপুরে নড়াইল পৌরসভার রূপগঞ্জ এলাকায় নির্মাণাধীন বহুতল ভবনের ৫ তলায় জয় গোস্বামী ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়। এব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম জানান, ল ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যু আসল কারণ জানা যাবে।