৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

নলডাঙ্গায় বেড়ীবাধে অবৈধ স্থাপনা নির্মান পরির্দশন করলেন পাউবো কর্মকতারা

নলডাঙ্গা প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডে সরকারি জায়গা দখল করে অবৈধ ভাবে মার্কেট নির্মাণ করা হয়েছে। উক্ত স্থাপনা তিন দিনের মধ্যে সরিয়ে নেয়ার জন্য নোটিশ প্রদান করেছিলেন, নাটোর পানি উন্নয়ন বোর্ড। নোটিশ পাওয়ার পর সকলে কাজ বন্ধ রাখলেও নির্মান কাজ চালু রাখেন,নলডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের মৃত আহাদ আলীর ছেলে সামছুল ইসলাম। নলডঙ্গা-তাহেরপুর রোডে পানি উন্নয়ন বোর্ডের বাধের জায়গা অবৈধভাবে দখল করে জনগণের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে রাস্তার দুই পাশে ২টি মার্কেট ও বাড়ির কাজ চলমান রাখেন।
যার ফলে আজ বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে এই বিষয়ে নাটোর পানি উন্নয়ন বোর্ড নাটোর শাখা কর্মকর্তা এলাকাটি সরেজমিনে পরির্দশন করেন। নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বলেন,পানি উন্নয়ন বোর্ডের জায়গা মার্ক করা হয়েছে। কাজ বন্ধ করা হয়েছে।যদি কেউ নির্দেশ অমান্য করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়