১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কালিগঞ্জে বোরো ধান ও চাউল সংগ্রহ অভিযানের উদ্বোধন

সুকুমার দাশ বাচচু, কালিগঞ্জ
“শেখ হাসিনার বাংলাদেশ খুধা হবে নিরুদ্দেশ” এই স্লোগানকে সামনে রেখে কালীগঞ্জ উপজেলায় খাদ্য গুদাম অভ্যন্তরীণ বোরো ধান ও চাউল সংগ্রহ ২০২৪ শুভ উদ্বোধন করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কালিগঞ্জ সাতক্ষীরা এর আয়োজনে বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১২টায় বসন্তপুর খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাউল সংগ্রহ ২০২৪ উদ্বোধন করেন প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর দাশ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ পিকুল হোসেনের সভাপতিত্বে ও বসন্তপুর ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী, কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিনুল ইসলাম কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা চাউল মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ শাহাজান আলী, ব্যবসায়ী বাবলুর রহমান, এনামুল হক, মনিরুজ্জামান মনি প্রমূখ। বসন্তপুর ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান প্রতি কেজি ধানের মূল্য ৩২ টাকা, ও প্রতি কেজি চাউলের মূল্য ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রথম দিনে দুইটি মিল মালিকের কাছ থেকে প্রায় ২৫ মিনিট চাউল করাই করা হয়। এ বছর ধান ৫৭৫ মেট্রিক টন ও সিদ্ধ চাল ৭৫৩ মেট্রিক টন, এবং আতর চাউল ২৩ মেট্রিক টন ক্রয় করা হবে । ১৬ মে ২০২৪ থেকে ৩১ আগস্ট ২০২৪ পর্যন্ত মোট ৩২ টি চাউল মিল মালিকদের কাছ থেকে চাউল ক্রয় করা হবে। অনুষ্ঠানের সরকারি কর্মকর্তা, মিল মালিক, কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়