১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

অস্বস্তিকর অভিজ্ঞতা

প্রতিদিনের ডেস্ক
বেশ কয়েকটি ব্যবসা সফল সিনেমায় অভিনয় করে তাক লাগিয়েছেন বলিউড অভিনেত্রী সানিয়া মালহোত্রা। অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু তার ক্যারিয়ারের শুরুটা খুব একটা মসৃণ ছিল না। সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্মৃতির পাতা উল্টে শুরুর দিকের কঠিন সময়ের কথা জানান এই অভিনেত্রী। আত্মবিশ্বাসের উপর নির্ভর করে বলিউডে পা রেখেছিলেন তিনি। কিন্তু মুম্বই গিয়েই প্রথম অডিশনের সময় অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। সানিয়া জানান, একবার এক কাস্টিং ডিরেক্টর তাকে বলেছিলেন, অস্ত্রোপচার করে চোয়াল ঠিক করতে হবে, তবেই সিনেমায় সুযোগ পাবেন। পরিচালকের এমন কথায় হতবাক হয়ে যান তিনি। অভিনেত্রী বলেন, এখন তারা এই ধরনের কথাবার্তা আর বলেন না। আমি জানি আমি নিখুঁত।
আর প্রথম থেকে এটাও জানতাম যে, আমার অভিনয়ের দক্ষতার জোরেই অডিশনে নির্বাচিত হবো। আমার বিশ্বাস ছিল একদিন ঠিক নায়িকা হবো এবং হয়েছি। তিনি আরও জানান, পরিবারেও প্রতিবন্ধকতা ছিল তার। মায়ের শর্ত ছিল আগে পড়াশোনা শেষ করতে হবে, তারপর অভিনয়। তবে তার বাবা শুরু থেকেই মেয়ের স্বপ্নের ঢাল হয়ে ছিলেন। এতকিছুর পরেও দমে যাননি সানিয়া মালহোত্রা। অভিনয় দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়