৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

চুয়াডাঙ্গায় ভ্যানের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় জিয়ারুল হক (৫০) নামে এক বাইসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। আজ শুক্রবার (১৭ মে) সকাল ১০টার দিকে জীবননগর-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাঁকা ব্রিকস ফিল্ডে এ দুর্ঘটনা ঘটে। মৃত জিয়ারুল হক- জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের জহির মণ্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে জীবননগর বাজারে যাচ্ছিলেন জিয়ারুল। সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বের হন। ১০টার দিকে তিনি জীবননগর-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাঁকা ব্রিকস ফিল্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানের (পাখি ভ্যানের) সঙ্গে ধাক্কা লাগে। এ সময় জিয়ারুল সড়কের ওপর ছিটকে পড়েন। তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) মোস্তাফিজুর রহমান সুজন জানান, ‘দুর্ঘটনায় আহত জিয়ারুলকে হাসপাতালে আনা হয়েছিল। আমরা হাসপাতালে তাঁকে মৃত অবস্থায় পেয়েছিলাম। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়