প্রতিদিনের ডেস্ক
ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী অনুরাধা পাডুয়ালের সঙ্গে আসিফ আকবরের গাওয়া দ্বৈত গান প্রকাশ হয়েছে। ‘চিরদিনের জীবন সঙ্গিনী’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন রাজা কাশাফ। এর ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। ক’দিন আগে মুম্বই গিয়ে এ গানটির রেকর্ডিং করেন আসিফ। অবশ্য তার আগেই তিনি জানিয়েছিলেন অনুরাধা পাডুয়ালের সঙ্গে দ্বৈত গান আসছে তার।