নিজস্ব প্রতিবেদক
যশোরে শহরের বারান্দিনাথ পাড়ায় সৈয়দ আব্দুর রহমান সাজিদ (২২) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর করেছে এলাকার একদল দুর্বৃত্ত। বৃহস্পতিবার (১৬ মে) রাত আনুমানিক ১০টার দিকে শহরের বারান্দি নাথপাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত সজিদ- ওই এলাকার সৈয়দ দেলোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতাকল রাত আনুমানিক ১০টার দিকে বারান্দি নাথ পাড়া মসজিদের সামনে সাজিদকে একা পেয়ে পূর্ব শত্রুতা জেরে কসাই মনির নির্দেশে একই এলাকার মিরাজসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজন যুবক তাকে চাকু দিয়ে শরীরের পিছন দিকে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, প্রাথমিক চিকিৎসা শেষে সাজিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কা মুক্ত।