৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

সৌদি লিগে খেলা বিশ্বকাপজয়ী তারকাকে নিয়ে ফ্রান্সের ইউরো দল ঘোষণা

প্রতিদিনের ডেস্ক
ফ্রান্সের হয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ জিতেছেন এনগোলে কান্তে। তবে ইনজুরির কারণে কাতার বিশ্বকাপসহ প্রায় দুই বছর ফ্রান্সের হয়ে কোনো ম্যাচ খেলতে পারেননি ফরাসি এই মিডফিল্ডার। ক্লাব ক্যারিয়ারে গত বছর ইউরোপিয়ান ফুটবল ছেড়ে পাড়ি জমান সৌদি আরবে। জাতীয় দলে আবার ফেরাটাও ছিল অনিশ্চিত। তবে তাকে নিয়েই এবার ইউরোর ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ফ্রান্স। আসছে জুনে জার্মানিতে বসবে ইউরো চ্যাম্পিয়নশিপের আসর। আসরের অন্যতম ফেবারিট ফ্রান্সের দলে কান্তে ছাড়াও ফেরানো হয়েছে রিয়াল মাদ্রিদে খেলা লেফট ব্যাক ফেরল্যান্ড মেন্ডি। তিনিও ফ্রান্সের হয়ে দুই বছর কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। বৃহস্পতিবার ঘোষিত দিদিয়ের দেশমের দলের বাকি সদস্যরা প্রায় অনুমিতই। কিলিয়ান এমবাপে, অ্যান্তোনিও গ্রিজম্যান, উসমান ডেম্বেলে, কোলো মুয়ানিদের নিয়ে শক্তিশালী দলই গড়েছে সর্বশেষ দুই বিশ্বকাপের ফাইনালিস্টরা। কান্তের ফেরার ব্যাখ্যায় দিদিয়ের দেশম বলেন, আমরা তাকে নিয়মিত অনুসরণ করেছি। নিয়মিত প্রচুর ম্যাচ খেলে সে তার সামর্থ্য ফিরে পেয়েছে। আমার কাছে তার জায়গাটা পরিষ্কার। তাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমার বিশ্বাস, তাকে পেয়ে ফ্রান্স ফুটবল দল আরও শক্তিশালী হয়ে উঠবে।’ উল্লেখ্য, সৌদি লিগে যোগ দিয়ে পুরনো ছন্দে ফিরেছেন কান্তে। এই মৌসুমে এখনও পর্যন্ত খেলেছেন ৪১টি ম্যাচ। দলে জায়গা হয়নি চেলসির সেন্টার-ব্যাক অ্যাক্সেল দিসাসির। ইনজুরির কারণে নেই লুকাস হের্নান্দেজ। তাছাড়া নিষেধাজ্ঞায় আছেন পল পগবা। আর তরুণদের সুযোগ করে দিতে গত বছরই অবসরে গেছেন ডিফেন্ডার রাফায়েল ভারানে ও গোলরক্ষক হুগো লরিস। আগামী ১৪ জুন জার্মানির মাটিতে গড়াবে ২০২৪ ইউরো। ১৭ জুন অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ফ্রান্সের ইউরো যাত্রা। গ্রুপ ‘ডি’ তে ফরাসিদের বাকি দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও পোল্যান্ড।
ফ্রান্সের ইউরো দল: গোলরক্ষক: আলফনসো আরিওলা (ওয়েস্ট হ্যাম), মাইক মাইগনান (এসি মিলান), লোইস সাম্বা (আরসি লেন্স)। ডিফেন্ডার: জুলেন কুন্দে, জোনাথন ক্লস, বেঞ্জামিন পাভার্ড , ইব্রাহিমা কোনাতে, দায়ত উপামেকানো, উইলিয়াম সালিবা, থিও হার্নান্দেজ , ফেরল্যান্ড মেন্ডি। মিডফিল্ডার: এডওয়ার্ড কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, এনগোলে কান্তে, আদ্রিয়ান র‌্যাবিয়ট, জাইরি এমেরি, অরেলিন চুঁয়ামেনি, অ্যান্তোনিও গ্রিজম্যান। ফরোয়ার্ড: উসমান ডেম্বেলে, অলিভার জিরু, কোলো মুয়ানি, কিলিয়ান এমবাপে, মার্কাস থুরাম, কিংসলে কোম্যান, ব্রাডলি বারকোলা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়