৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে এসএসসি পরীক্ষায় এক বিদ্যালয়ের সেরা দুই শিক্ষার্থী

সোহাগ আলী, কালীগঞ্জ
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে যৌথভাবে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে দুইজন শিক্ষার্থী। তারা হলো সলিমুনেচ্ছা বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থী। কালীগঞ্জ শহরের সলিমুনেচ্ছা বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে ১১০০ নম্বর পেয়েছে।কালীগঞ্জ শহরের নিমতলা বাজারের নুর আলী-সানজিদা খুশি মেয়ে জান্নাতুল ফেরদৌস ও হেলাই গ্রামের রকিব মল্লিক-লাভলী ইয়াসমীন মেয়ে রুকাইয়া পারভীন।রোববার ফলাফল ঘোষণা হলে দুই শিক্ষার্থী ১১০০ নম্বর পেয়ে উত্তীর্ণ হয় এবং যৌথভাবে উপজেলার সর্বোচ্চ নম্বরধারী শিক্ষার্থী বলে জানা গেছে।এ ব্যাপারে মেধাবী দুই শিক্ষার্থী জানায়,তাঁদের এ ভালো ফলাফলের জন্য শিক্ষক মন্ডলীসহ বাবা মায়ের প্রতি চির কৃতজ্ঞ। তাদের দোয়া ও সহযোগিতার জন্যই আজ এ ফলাফল অর্জন করতে পেরেছে। ভবিষ্যতে পড়াশুনা করে দেশ ও মানুষের সেবা করতে চাই তাঁরা। সকলের দোয়া চেয়েছে এই দুই শিক্ষার্থী।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়