৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

মণিরামপুরে জনসম্মুখে স্বামী-স্ত্রীকে মধ্যেযুগীয় কায়দায় নির্যাতন

শামিম হোসেন, কুয়াদা
যশোর মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের গাবুখালী গ্রামের শওকত গাজীর ছেলে ফারুক গাজী (৪৫) ও তার স্ত্রী সুমি বেগম (৩৪) গাবুখালী বাজারে ডাক্তার দেখাতে এসে মধ্যেযুগীয় কায়দায় মারপিটের শিক্ষার হয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় আহত ফারুক গাজী পাচঁ জনকে আসামি করে মণিরামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। আসামীরা হলো- গাবুখালি গ্রামের মোহাম্মদ আলীর দুই ছেলে বজলুর রহমান (৫০), নজরুল ইসলাম(৫৫), এবং নজরুল ইসলাম এর ছেলে হিল্লাল গাজী(৩৫), ও রোস্তম গাজীর ছেলে সাইফুল ইসলাম(৩২), আনছার আলীর ছেলে রবিউল ইসলাম (৪০)। অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফারুক গাজীর সাথে আসামিদের জমি জমার সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল যা আদালতে বিচারধীন রয়েছে। গাবুখালী বাজারে ১৬ তারিখ বৃহস্পতিবার রাত ৮টার সময় ফারুক গাজী ও তার স্ত্রী ডাক্তার দেখাতে আসলে বজলুর রহমানের নেতৃত্বে সঙ্গবদ্ধ হয়ে দেশি অস্ত্র বাঁশের লাঠি নিয়ে ৫/৭ জন ফারুক গাজীর উপর ঝাঁপিয়ে পড়ে। ফারুক গাজী মাথায় গুরুতর আঘাতে মাটিতে লুটিয়ে পড়লে তার স্ত্রী সুমি বেগম স্বামীকে বাঁচাতে গেলে তাকেও বজলুর রহমান, সাইফুল ইসলাম, রবিউল ইসলাম, তার পরনের কাপড় ছিড়ে ফেলে এবং মধ্যেযুগীয় কায়দায় নির্যাতন করে। এবং বজলুর ইসলাম মাথায় আঘাত করলে সুমি বেগম মাটিতে লুটিয়ে পরে। সুমি বেগমের যা পলি বেগম এগিয়ে আসলে তাকেও বেধড়ক মারপিট করে। খুন করার হুমকি দিয়ে পালিয়ে যাই স্থানীয়রা তাদের উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হয়। চিকিৎসা নেয় শনিবার তাদের অবস্থা গুরুত্ব হওয়াই যশোর ২৫০ শস্য হসপিটালের নিয়ে যাওয়া হয়েছে । এই বিষয়ে ফারুক গাজীর কাছে জানতে চাইলে তিনি বলেন বাজারে নতুন দোকান করেছে সেখানে আসামি পক্ষ চাঁদা দাবি করে তাদের দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে তারা এত গুলো মানুষের মধ্যে তাকে আর তার স্ত্রীকে নির্মম নির্যাতন করেছে। তারা খুবই ভয়ংকর ভয়ে তাদের বিরুদ্ধে কেউ কথা বলে না। তার মাথায় আটটি সেলাই দিয়েছে। এবং তার স্ত্রীকে অমানবিক নির্যাতন করেছে তাকে বারোটি সেলাই দিয়েছে । আসামিরা তাদেরকে বাঁচতে দেবে না। আমি মনিরামপুর থানা পুলিশে অভিযোগ দিয়েছি, পুলিশও কোন আইনগত পদক্ষেপ নিচ্ছে না। এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মেহেদী মাসুদ জানান, ভুক্তভোগীদের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়