৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

রাজগঞ্জে পুলিশ সেজে ডাকাতির সময় ধরা

উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে পুলিশ পরিচয়ে মালয়েশিয়ান প্রবাসীর বাড়িতে ডাকাতির সময় আসল পুলিশের হাতে ধরা পড়েছেন তৌহিদুর রহমান তৌহিদ (৩৯) নামের এক যুবক। শুক্রবার মধ্যরাতে উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের জোঁকা গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেছেন। আটক তৌহিদুর রহমান তৌহিদের বাড়ি বাগেরহাট সদর উপজেলার বাসাবাটি গ্রামে। ঝাঁপা ক্যাম্প পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তৌহিদের পকেট থেকে ডাকাতির মালামাল (কানের দুল) উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী পারুল বেগম বলেন, আমার স্বামী হাফিজুর রহমান মালয়েশিয়ায় থাকেন। বাড়িতে এক সন্তান ও শ্বশুরসহ আমি থাকি। শুক্রবার মধ্যরাতে ৫ জন মুখোশধারী ডাকাত আমাদের বাড়িতে আসে। পুলিশ পরিচয় দিয়ে ৪ জন বাড়ির ভেতরে ঢুকে আমার শ্বশুর তসলিম হোসেনকে জিম্মি করে। এরপর মেরে ফেলার হুমকি দিয়ে দরজা খুলতে বাধ্য করে ঘরে ঢুকে আমাদের বেঁধে রেখে নগদ ২০ হাজার টাকা, ১ জোড়া কানের দুল, দুটো মোবাইলসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। পারুল বেগম আরও বলেন, ডাকাতির সময় বাড়ির ছাদে উঠে যায় তাঁরা। এই সুযোগে ছাড়া পেয়ে আমি চিৎকার দিলে আশপাশের লোকজন ও পুলিশ এসে একজনকে ধরে ফেলে। এসআই সঞ্জিত কুমার বলেন, ডাকাতির ঘটনা চলার সময় আমাদের ক্যাম্পের পুলিশ ওই এলাকায় টহলে ছিল। ঘটনা টের পেয়ে পুলিশ ও স্থানীয়রা এগিয়ে গেলে ডাকাতরা বাড়ির ছাদ থেকে নিচে লাফ দেয়। এ সময় তৌহিদ নামের একজনকে পুলিশ ধরে ফেলেন। তখন ক্ষুব্ধ এলাকাবাসী পুলিশের বাধা উপেক্ষা করে ডাকাতকে মারধর করেছে। পরে পুলিশ তাঁকে আটক করে হেফাজতে নেয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়