শামীম হাসান সুজন, শরণখোলা
শরণখোলা উপজেলার ১ নং ধানসাগর ইউনিয়নের রথিয়া রাজাপুরে মালয়েশিয়া প্রবাসী মোঃ রানা সাজ্জালের স্ত্রী মিম আক্তার (২৫) শশুর বাড়িতে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পিছিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। গৃহবধূ মিম আক্তারের দুই মেয়ে রয়েছে। বড় মেয়ে ৫ বছরের নুসরাত ছোট মেয়ে ৩ বছরের নাবিলা। নিহত গৃহবধূ মীম আক্তার মোংলা উপজেলায় মৃতঃ আব্দুল হামিদ মেয়ে। শরণখোলা থানার পুলিশ পরিদর্শক তদন্ত রাধেশ্যাম সরকার জানান মৃত্যুর খবর শুনে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ পরিদর্শক তদন্ত রাধেশ্যাম সরকার বলেন আজ ১৮/০৪/২০২৪ তারিখ সকাল ৮ টা থেকে ৮.৩০ মিনিটের মধ্যে এই ঘটনা ঘটেছে। নিহত মীম আক্তারের সুরতল হাল রিপোর্ট শেষকরে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হসপিটালের মর্গে পাঠানো হয়েছে। নিহত গৃহবধূ মীম আক্তারের চাচার অভিযোগের প্রেক্ষিতে শরণখোলা থানায় ও মৃত্যু মামলা হয়েছে।