প্রতিদিনের ডেস্ক
গত ঈদে প্রায় দেড় ডজন নাটকে অভিনয় করেছেন চলতি প্রজন্মের মেধাবী অভিনেত্রী সামিরা খান মাহি। সবচেয়ে বড় এ উৎসবে তার অভিনীত নাটকগুলো ছিল আলোচনায়ও। বেশকিছু ভিন্নধর্মী নাটকে ঈদে পাওয়া গেছে মাহিকে। এরমধ্যে মুশফিক আর ফারহানের সঙ্গে জুটি বেশ কাজ করা নাটকগুলোর মাধ্যমে বেশি প্রশংসিত হয়েছেন তিনি। ফারহান ছাড়াও খায়রুল বাশার, ইয়াশ রোহান, ইরফান সাজ্জাদ, নিলয় আলমগীরদের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে দেখা গেছে তাকে। মাহি অভিনীত ঈদের প্রশংসিত নাটকগুলোর মধ্যে রয়েছে- ‘নিখোঁজ, ‘ঈশারা’, ‘ঘর’, ‘বসগিরি’ ‘বোঝা’, ‘দালাল’, ‘খেয়াল’, ‘ভালো মানুষ’, ‘পলাতক প্রেম’। প্রতিটি নাটকেই ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হয়েছেন তিনি। তবে এবার পারিবারিক নাটকেই তাকে বেশি দেখা গেছে। মাহি বলেন, আমি সব সময়ই নাটক নির্বাচনের সময় গল্প ও চরিত্রের বিষয়টি দেখি। একই ধরনের চরিত্রে বারবার কাজ করতে চাই না।
তাই একটু আলাদা চরিত্র খুঁজি। এবার সেরকম কিছু নাটকেই অভিনয় করেছি। দর্শক বেশ পছন্দও করেছেন নাটকগুলো। এদিকে বর্তমানে মাহি ঈদুল আজহার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরইমধ্যে বেশকিছু নাটকের শুটিংয়েও অংশ নিয়েছেন। এবারো বেশকিছু পরিচালকের কাজ করেছেন। সহঅভিনেতা হিসেবেও রয়েছেন বেশ ক’জন। মাহি নতুন নাটক নিয়ে বলেন, নাটকের কাজ চলছে। শুটিং করছি প্রায় প্রতিদিনই। এরমধ্যে ঈদের বেশ কিছু কাজ শেষ হয়েছে। সামনে আরও কাজ রয়েছে। ঈদ পর্যন্ত নাটকের এই টানা শুটিং চলতে থাকবে। আশা করছি এবারো ভালো কিছু নাটক দর্শকদের উপহার দিতে পারবো।