৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

ব্যাটারিচালিত ও রঙচটা যান আর চালানো যাবে না ঢাকায়

প্রতিদিনের ডেস্ক:
ঢাকা মহানগরীতে আর চলতে পারবে না ব্যাটারি বা মোটরচালিত রিকশা বা ভ্যান। একইসঙ্গে রঙচটা, জরাজীর্ণ, লক্কড়-ঝক্কড় মোটরযান চলাচলও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) শনিবার (১৮ মে) এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়।রবিবার (১৯ মে) বিআরটিএ এর উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) হেমায়েত উদ্দিন বাংলা ট্রিবিউনকে বিজ্ঞপ্তির কথা নিশ্চিত করেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটারি/মোটরচালিত রিকশা বা ভ্যান বা অনুরূপ শ্রেণির থ্রি-হুইলার ঢাকা মহানগরীতে চলাচলের কারণে সড়ক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ব্যাটারি/মোটরচালিত রিকশা বা ভ্যান বা অনুরূপ শ্রেণির থ্রি-হুইলার এবং ফিটনেস এর অনুপযোগী, রংচটা, জরাজীর্ণ ও লক্কড়-ঝক্কড় মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ।নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমতাবস্থায় ঢাকা মহানগরীতে ব্যাটারি/মোটরচালিত রিকশা বা ভ্যান বা অনুরূপ শ্রেণির থ্রি- হুইলার এবং ফিটনেসের অনুপযোগী, রঙচটা, জরাজীর্ণ ও লক্কড়-ঝক্কড় মোটরযান চলাচল বন্ধ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।নির্দেশনা না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।এরর আগে গত বুধবার (১৫ মে) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ব্যাটারিচালিত অটোরিকশার বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ওই দিন রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে এক সভায় সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে তিনি বলেন, ব্যাটারিচালিত কোনও গাড়ি যেন ঢাকা সিটিতে না চলে। আমরা তো ২২টি মহাসড়কে নিষিদ্ধ করেছি, যেগুলো করা হয়েছে সেগুলো কার্যকর করেন। এই ২২টি মহাসড়ক এবং ঢাকা সিটির বাস্তবতা ভিন্ন। সিটিতে যেন এই ব্যাটারিচালিত গাড়ি না চলে। এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো যেন চলতে না পারে সেই ব্যবস্থা করতে হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়