৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

ভোমরায় স্বর্ণের বারসহ নারী আটক

দেলোয়ার হোসেন, ভোমরা
ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে ২৪২ গ্রাম ৩০০ মিলিগ্রাম ওজনের তিন টুকরো সোনাসহ এক নারী পাচারকারীকে আটক করেছে বিজিবি। রোববার (১৯ মে) সকাল সাড়ে নয়টার দিকে সাতক্ষীরার ভোমরার লক্ষ্মীদাড়ি সীমান্ত এলাকা এই স্বর্ণসহ তাকে আটক করা হয় থেকে। আটক নারী স্বর্ণ চোরাচালানির নাম মোসাম্মৎ হাসিনা খাতুন (৪৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী লক্ষীদাড়ি গ্রামের আইয়ুব আলির স্ত্রী। বিজিবি সূত্র জানায়, পার্শ্ববর্তী দেশ ভারতে স্বর্ণের একটি চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরারস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের আওতাধীন ভোমরা বিওপির একটি দহন দলের সদস্যরা লক্ষ্মীদাড়ি সীমান্তে অবস্থান নেয়। রোববার সকাল সাড়ে ৯ টার দিকে লক্ষ্মীদাড়ি সীমান্তের ভেড়িবাঁধের দিকে যাওয়ার সময় বিজিবি হাসিনা খাতুনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ২৪২ গ্রাম ৩০০ গ্রাম ওজনের তিন টুকরো স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২৪ লাখ ৩৬ হাজার টাকা। ভোমরা বিওপির নায়েক সুবিদার জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়মিত মামলা দায়ের পূর্বক আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ সরকারি ট্রেজারি অফিসে জমা দেয়া হবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়