৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

মঞ্চে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি পাকিস্তানি অভিনেত্রী

প্রতিদিনের ডেস্ক
বিভিন্ন সময়ে তারকাদের দেখতে পেলে অনেক ভক্তই তাদের কাছাকাছি যেতে চায়। তাদের সাথে ছবি তুলতে চায়। এমনকি তাদের ছুঁয়েও দেখতে চায়। কিন্তু এবার ঘটলো তার উল্টো। স্টেজে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। সম্প্রতি পাকিস্তানে একটি সাহিত্য সভায় যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানেই মঞ্চে বসেছিলেন । হঠাৎ দর্শক আসন থেকে তার দিকে বেশ কিছু জিনিস ছোঁড়া হয়। এই ঘটনায় রীতিমতো ভয় পেয়ে যান অভিনেত্রী। তবে প্রতিবাদ করে বলেন, এটা কিন্তু গ্রহণযোগ্য নয়।
এরপর সোশ্যাল মিডিয়ায় সেই অনুষ্ঠানের ভিডিও শেয়ার করে মাহিরা লিখেন, মঞ্চে অনুষ্ঠান চলাকালীন কোনও কিছুই ছোঁড়া ঠিক নয়। কাগজে মোড়ানো ফুল হলেও তা মঞ্চে ছোঁড়া যায় না। পুরো ঘটনাটা খুব ভুল একটা নজির স্থাপন করেছে, এটা কখনও মেনে নেওয়া যায় না। অনাকাঙ্ক্ষিত ঘটনায় অভিনেত্রী বেশ ভয় পেয়েছেন জানিয়ে বলেন, এই ঘটনায় আমি সত্যিই খুব ভয় পেয়ে যাই। না, শুধু নিজের জন্য নয়, অন্যদের কথা ভেবেও। আমার মতো এই পরিস্থিতিতে অন্য কাউকেও তো পড়তে হতে পারে। অপ্রীতিকর সেই ঘটনার পরও অনুষ্ঠানের ১০ হাজার দর্শকের কথা চিন্তা করে তিনি মঞ্চ ছেড়ে বেরিয়ে যাননি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়