৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

প্রতিদিনের ডেস্ক
যশোর ও সাতক্ষীরায় অভিযান চালিয়ে মোটরাসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। রোববার (১৯ মে) যশোর ডিবির এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চিংড়াখালী গ্রামের মজিদ সরদারের ছেলে আল আমিন সরদার (৪৫), একই উপজেলার বংশীপুর গ্রামের মৃত মজিদ গাজীর ছেলে মোহাম্মদ আলী(৪২), একই গ্রামের মৃত মুর্শিদ আলী গাজী কামাল হোসেন(৩০) এবং উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত জব্বার গাজীর ছেলে খলিলুর রহমান বাবু(৪৪)। ডিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ওসি রুপন কুমার সরকারের নেতৃত্বে এসআই/শফি আহম্মেদ রিয়েল, এসআই শামীম হোসেন, এএসআই রঞ্জন কুমার বসু, আঃ বাতেন, নাজমুল খান, মিটুল, শামসুজ্জোহাসহ একদল ফোর্স তথ্য প্রযুত্তির মাধ্যমে আসামীদের সনাক্ত করে যশোর ও সাতক্ষীরা জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় আসামীদের স্বীকারোক্তি মোতাবেক ০৫ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। জানা যায়, মাগুরা জেলার শালিখা উপজেলার শরুগুনা গ্রামের আবুল মোল্লার ছেলে রিপন হোসেন (৩৫) তার ১৫০ সিসি লাল কালো রংয়ের পালসার মটর সাইকেল, যার রেজিঃ নং-মাগুরা-ল-১১-৯০৮৮, ইঞ্চিন নম্বর-DHXCNB43593, চেসিস নম্বর-PSUATICYINTD81420, গত ৯ তারিখ সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে ড্রাইভিং লাইসেন্স করার জন্য কোতয়ালী থানাধীন বকচরস্থ যশোর বিআর টিএ অফিসের সামনে মোটরসাইকেল রেখে তালাবদ্ধ করে আর টি এ অফিসের ভিতরে যায়। বিআরটিএ অফিসের কাজ শেষে বেলা অনুমান সাড়ে ১২টার দিকে অফিসের নীচে এসে দেখেন তার মোটরসাইকেলটি খানা উল্লেখিত স্থানে নেই। এ সংক্রান্তে বাদী হয়ে এজাহার দিলে যশোর কোতয়ালী থানার মামলা নম্বর-৪১ তারিখ ১৬ তারিখে ধারা-৩৭৯ পেনাল কোড রুজু হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়