৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

৮৫ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন

প্রতিদিনের ডেস্ক:
রাজধানীর তেজগাঁও থানাধীন এলাকায় ৮৫ গ্রাম হেরোইন উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় আসামি মেহেদী হাসান ওরফে রাজুর যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। রবিবার (১৯ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মো. বেলায়েত হোসেন ঢালী এ তথ্য জানান। তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।জানা যায়, ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি নাখালপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত বাইক পেট্রোল-৬২ চলার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক লোক দ্রুত পালানোর চেষ্টা করে। এসময় তাকে আটক করে তার তল্লাশি করা হয়। দেহ তল্লাশির সময়ে ৩৪২ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়, যার ওজন ৮৫ গ্রাম।এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক মো. রেজাউল করিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলার বিচার চলাকালীন সময়ে আদালত ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়