নিজস্ব প্রতিবেদক
কেশবপুরের মাইকেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকসহ তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে যশোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মেয়াদ উত্তীর্ণ ঔষধ,সেবার মূল্য তালিকা না থাকায় পণ্যের মোড়ক ব্যবহার না করায় মামলা দিয়ে এ জরিমানা আদায় করা হয়। সোববার পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন ভোক্তার সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম। ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানিক দল সকালে কেশবপুর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পন্যের মোড় ব্যবহার না করায় নয়ন ফার্মেসির বিরুদ্ধে মামলা দিয়ে ১০ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষনের অপরাধে ইসলাম মেডিকেলের বিরুদ্ধে মামলা দিয়ে ১৫ হাজার টাকা ও মাইকেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, সেবার মূল্য তালিকা না থাকায় মামলা দিয়ে ৪০ হাজার টাকা জরিমানা আদায়র করা হয়। অভিযানকালে খুলনা বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ সেলিম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।