প্রতিদিনের ডেস্ক
নিজের হাতে তৈরি করা গোলাপী রঙা গাউন পরে কান চলচ্চিত্র উৎসবে এসে নজর কাড়লেন ভারতীয় ফ্যাশন ইনফ্লুয়েন্সার ন্যান্সি ত্যাগী। পোশাকটির ডিজাইনও করেছেন তিনি নিজেই। গোলাপী রাফলড গাউনটির ওজন প্রায় ২০ কেজি এবং ১০০০ মিটার লম্বা কাপড় দিয়ে তৈরি। পোশাকটি তৈরি করতে তার প্রায় ১ মাস সময় লেগেছে বলেও জানান ন্যান্সি।