নিজস্ব প্রতিবেদক
ইতিহাস-ঐতিহ্যের ধারক শতবর্ষী জেলা পরিষদ ভবনসহ সকল পুরাতন ভবন রক্ষার দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে ২০ মে কালেক্টরেট ভবন চত্বরে যশোর রোড উন্নয়ন ও শতবর্ষী গাছ রক্ষা কমিটি অবস্থান মানববন্ধন অনুষ্ঠিত। সভাপতিত্ব করেন যশোর রোড উন্নয়ন ও শতবর্ষী গাছ রক্ষা কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু। বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, সিপিবি জেলা কমিটির সভাপতি এ্যাড. আবুল হোসেন, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সাধারণ সম্পাদক তসলিমুর রহমান, জনউদ্যোগের সদস্য সচিব কিশোর কুমার কাজল, ভৈরব নদ সংস্কার আন্দোলনের নেতা আসাদুজ্জামান পিল্টু, মুক্তশ^রী নদী আন্দোলনের নেতা শাহাবুদ্দিন বাটুল, পৌর নাগরিক কমিটির ৭ নং ওয়ার্ডের সদস্য সচিব নাসির আহমেদ শেফাত, গ্রাম থিয়েটার আন্দোলনের সমন্বয়ক হাসান হাফিজুর রহমান, বিপ্লবী যুবমৈত্রী কেন্দ্রীয় নেতা আহাদ আলী মুন্না, সাবেক ছাত্র নেতা পলাশ বিশ্বাস, সুজন দত্ত লাল্টু প্রমুখ। অবস্থান কর্মসূচী পালন করায় যশোর রোড উন্নয়ন ও শতবর্ষী গাছ রক্ষা কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন যশোর ঐতিহ্য রক্ষা সংগ্রাম কমিটির আহবায়ক প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ ও সচিব এ্যাড. মাহমুদ হাসান বুলু।