৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

রামপুরায় অবরোধ ছেড়ে দিলেন রিকশাচালকরা, যান চলাচল স্বাভাবিক

প্রতিদিনের ডেস্ক
অটোরিকশা চালানোর দাবিতে সোমবার (২০ মে) সকালে রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ করেন অটোরিকশা চালকরা। এতে এই পথে যানজট দেখা দেয়। ৪৫ মিনিট পর চালকরা সড়ক ছেড়ে দিয়ে স্বাভাবিক হয় যান চলাচল।রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, আজ সকালে অটোরিকশা চালানোর দাবিতে চালকরা রাস্তায় নামেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সকাল সাড়ে ১০টার দিকে চালকরা রাস্তা ছেড়ে দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, অটোরিকশা চালানোর দাবিতে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন তারা। এতে দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজটের সৃষ্টি হয়।
এদিকে রোববার রাজধানীর মিরপুর-১০ ও কালশীতে দিনভর অটোরিকশা চালানোর দাবিতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ করেন চালকরা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়