১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

আইপিএল : শুভমনের গুজরাট ছাড়ার গুঞ্জন

প্রতিদিনের ডেস্ক
গুজরাট ছাড়ছেন কী শুভমন গিল? হঠাৎ করেই তাকে ঘিরে শুরু হলো জল্পনা। গিলের করা একটি টুইট এই প্রশ্ন সৃষ্টি করেছে। পরপর দুইটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় প্লে অফ থেকে ছিটকে গিয়েছে গুজরাট। হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ার পর হতাশ দেখায় শুভমনকে।
তিনি টুইট করে লেখেন, ‘আইপিএল এভাবে শেষ হোক আমরা চাইনি। তবে এবারের আইপিএল থেকে অনেক কিছু শিখতে পারলাম। কিছু স্মৃতিও থাকল। একটা সুন্দর পরিবারের সঙ্গে তিন বছর জুড়েছিলাম। এই যাত্রা কোনওদিন ভুলব না। যে সমর্থকরা সবসময় পাশে থেকেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ।’
গিলের এই টুইট গুঞ্জন বাড়িয়েছে। আগামী বছর আইপিএলে মেগা নিলাম। অনেকেই ভাবছেন- এটা শুভমনের ফেয়ারওয়েল স্পিচ ছিল। গুজরাটের জন্মলগ্ন থেকে রয়েছেন গিল। হার্দিক পাণ্ডিয়া চলে যাওয়ায় অধিনায়কত্ব পান।
কিন্তু শোনা যাচ্ছে, গুজরাটে খুশি ছিলেন না তিনি। তাই হয়তো মেগা নিলামে নাম লেখাবেন। সেক্ষেত্রে পরের আইপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজিতেই গিলকে দেখার সম্ভাবনা বেশি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়