১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

অভয়নগরে চাচার বিরুদ্ধে ভাইপোকে গলা টিপে হত্যাচেষ্টার অভিযোগ

অভয়নগর সংবাদদাতা
অভয়নগর উপজেলার জিয়াডাঙ্গা গ্রামে দুই চাচার বিরুদ্ধে কিশোর ভাইপোকে গলাটিপে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ভূক্তভোইগ ওই ভাইপোর নাম আবু হুজাইফা(১৬)(প্রতিবন্ধী) ও নোমাম । তিনি ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। অভিযুক্ত চাচারা হলেন মোস্তফা গাজী ও মোসলেম গাজী তারা ওই গ্রামের মৃুত আলেক গাজীর ছেলে। এলাকাবাসী ও থানার অভিযোগ সূত্রে জানা গেছে,আবু হুজাইফার পিতা বিদেশে চাকরি করেন। তার মা ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে সংসার সামলান।ভাসুরদের সাথে তার সম্পর্ক ভাল না। ঘটনার দিন গত শনিবার(১৮ মে) দুপুর বেলায় চাচাদের কাছ থেকে বিছালী(ধানের খড়) কেনা কে কেন্দ্র করে মোস্তফা গাজী ও মোসলেম গাজী, মোস্তফা গাজীর ছেলে নাবিল গাজী(১৯), মোস্তফা গাজীর স্ত্রী সুপিয়া বেগম(৪০) ও মোসলে উদ্দিন গাজী (৫০) মিলে আবু হুজাইফাকে লাঠি দিয়ে বেদম মারধর করে গলা টিপে হত্যার চেষ্টা করে। এসময় আবু হুজাইফাকে উদ্ধার করতে তার মা ময়না বেগম(৩২), তার মেয়ে আয়শা খাতুন(১৪) ও ছোট ছেলে নোমান হোসেন(১১) এগিয়ে আসলে হামলাকারিরা তাদেরকে মারধর করেন। একপর্যায়ে ছোট ছেলে নোমানকে গলা টিপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে। পরে প্রতিবেশিরা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে নোমানকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ময়না বেগম আরো জানান,মোসলে উদ্দিন গাজী একজন দুশ্চরিত্র লোক। আমার স্বামী দেশের বাইরে যাওয়ার পর থেকে বিভিন্নভাবে উত্তপ্ত ও ধর্ষণের চেষ্টা করেছে যা নিয়ে আমি তিন বছর আগে বিষপানও করেছি। তার অনৈতিক প্রস্তাবে আমি রাজি না হওয়ায় আমাকে বিভিন্ন সময় মারত করেন।আমার দুর্বলতার সুযোগ নিয়ে দিনের পর দিন আমাদের সকলকেই অত্যাচার করেছেন। এই মোসলে উদ্দিন গাজী সহ তার ভাই তার ভাইয়ের বউ ও ছেলের হাত থেকে মুক্তি চাই আমরা। তাছাড়া (১৯ মে) আমার একটি ছাগলও মেরে ফেলেন তারা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান নোমানের গলায় আঘাত করা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় ছেলেকে হত্যার চেষ্টা উল্লেখ করে ময়না বেগম থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। থানার অফিসার ইনচার্য আকিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনার কোন অভিযোগ আমি এখনো হতে পায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়