৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

আর্জেন্টিনার স্কোয়াডে নেই দিবালা

প্রতিদিনের ডেস্ক
চলতি বছরের কোপা আমেরিকার জন্য ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। তবে এটিই চূড়ান্ত দল নয়। আগামী ২১ জুন থেকে কোপা আমেরিকা শুরুর আগে ইকুয়েডর ও গুয়েতেমালার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচের খেলা দেখে যাচাইবাছাইয়ের মধ্যে আরও ৩ জনকে ছাঁটাই করা হবে। এরপর লাতিন আমেরিকার বড় ফুটবল প্রতিযোগিতাটির জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে আর্জেন্টিনা। সোমবার ইকুয়েডর ও গুয়েতেমালার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য এই স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। লম্বা তালিকার এই স্কোয়াডে জায়গা পাননি পাওলো দিবালা। যা দেখে হতাশ হয়েছেন অনেক আর্জেন্টিনাভক্ত। ভক্তদের মনে প্রশ্ন- কেন দলে নেই দিবালা। তবে কেন এই ফরোয়ার্ডকে স্কোয়াডে রাখেননি কোচ লিওনেল স্কালোনি, দিবালার সাম্প্রতিক পারফর্ম দেখে তা কিছুটা হলেও আঁচ করা যায়।সম্পতি টিস্যুর ইনজুরিতে ভুগছিলেন দিবালা। তবে চোট কাটিয়ে সময়মতো দলের সঙ্গে দেবেন আশা করছিলেন ইতালিয়ান ক্লাব রোমায় খেলা এই তারকা ফরোয়ার্ড। সেই আশা আর পূরণ হলো না ২০২২ সালের কাতার বিশ্বকাপে অংশ নেওয়া দিবালার।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়