৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

আশাশুনি থানার ওসিকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি

জগদীশ সানা, সাতক্ষীরা
সাতক্ষীরার আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ অধিকারীকে নিজ থানার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জেলার স্ট্যান্ডিং ফোর্সে সংযুক্ত করা হয়েছে। তার পরিবর্তে আশাশুনি থানায় নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়েছে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামানকে। মঙ্গলবার (২১মে) সকালে দায়িত্ব বদলের এ ঘটনা ঘটে। সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী জানান,আশাশুনি উপজেলার অতিগুরুত্বপূর্ণ কেন্দ্র বেশি হওয়ায় ওসি বিশ্বজিৎ অধিকারীকে অব্যাহতি দিয়ে তার স্থলে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ২ লাখ ৩৯ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ৮৭টি ভোট কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে ২০টি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়