১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

সমালোচনার মুখে

প্রতিদিনের ডেস্ক
কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে দ্যুতি ছড়াচ্ছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সেখান থেকেই তার একাধিক ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু এবার এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যার কারণে সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী। যে ভিডিওতে তার ইংরেজি উচ্চারণ শুনে সবাই অবাক হয়েছেন। মূলত শনিবার রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং ভ্যানিটি ফেয়ার ইউরোপ ডিনারে ৬ জন নারীকে সম্মানিত করা হয়েছিল। তাদের মধ্যে কিয়ারা আদভানি ছিলেন একজন। ইভেন্টে এসে কিয়ারা রেড কার্পেটে হাঁটার সময় এবং এই অনুষ্ঠানে যোগ দেয়ার উত্তেজনা ভাগ করে নেন। এ সময় তিনি বলেন, দুর্দান্ত অভিজ্ঞতা। এটি এখন আমার ক্যারিয়ারের এক দশক হতে চলেছে, তাই এটি একটি বিশেষ মুহূর্ত। আমি এখানে আসতে পেরে এবং রেড সি ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমা দ্বারা সম্মানিত হতে পেরেও খুবই কৃতজ্ঞ।
এ সময় তিনি ইংরেজিতে কিছু কথা বলেন। তার ইংরেজির অদ্ভুত উচ্চারণ সকলকে অবাক করে দিয়েছে। এর জন্য সামাজিক মাধ্যমে চলছে তাকে নিয়ে ট্রোল। কেউ কেউ সমালোচনা করে বলছেন, এভাবে কেন ইংরেজি কথা বলতে গেলেন! উল্লেখ্য, কান চলচ্চিত্র উৎসবে প্রতিবছরই নানা ধরনের চমক থাকে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। ভাঙা হাত নিয়েই ঐশ্বরিয়া রাই এবার রেড কার্পেটে দাপিয়ে বেড়িয়েছেন। মেয়ে আরাধ্যাকেও দেখা গিয়েছে মাকে আগলে রাখতে। কিয়ারা আদভানিও তার সৌন্দর্যের জাদু ছড়িয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়