৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

ঐতিহাসিক প্রেমের গল্পে আলিয়া

প্রতিদিনের ডেস্ক॥
ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত হতে যাচ্ছে সঞ্জয় লীলা বানশালির সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’। সিনেমাটিতে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে দেখা যাবে রণবীর সিং এবং ভিকি কৌশলকে। তাদের সঙ্গী হয়ে অভিনয় করবেন বলিউডের ‘গাঙ্গুবাই’ খ্যাত অভিনেত্রী আলিয়া ভাট। এই সিনেমায় ভিন্নরূপে হাজির হবেন তিনি। একজন জ্যাজ গায়িকার ভূমিকায় দেখা যাবে তাকে। ‘হাইওয়ে’, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’র মতো সিনেমায় অভিনয়ের পর এমন ভিন্নধর্মী চরিত্র পেয়ে উচ্ছ্বসিত আলিয়া। সিনেমাটির গল্প হবে কালজয়ী এবং প্রেম, আনুগত্য এবং ত্যাগের বিষয়বস্তু নিয়ে। এদিকে আলিয়ার ‘গাঙ্গুবাই কাটিয়াদি’ সিনেমাটিও পরিচালনা করেছিলেন বানশালি। এদিকে প্রায় ১৭ বছর আগে বানশালির হাত ধরে সিনেমায় পা রাখেন রণবীর। আর ভিকির সঙ্গে এবারই প্রথম কাজ করতে দেখা যাবে পরিচালককে।
চলতি বছরের শুরুতে সিনেমাটি নির্মাণের ঘোষণা এসেছিল। তবে ঘোষণার পর এর কোনো আপডেট পাওয়া যায়নি। সঞ্জয় লীলা বানশালি বলেন, ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাটি হতে চলেছে একটি ঐতিহাসিক প্রেমের গল্প নিয়ে। যেখানে ত্রিভুজ প্রেম পর্দায় তুলে আনা হবে। তার মানে রণবীরের সাবেক প্রেমিকা ক্যাটরিনার স্বামী ভিকির সঙ্গে পর্দায় প্রেম করবেন বর্তমান স্ত্রী আলিয়া। তবে পর্দার প্রেমে ভিকি নাকি রণবীর জয়ী হবেন তার খোলাসা করেননি নির্মাতা। উল্লেখ্য, সিনেমাটি ২০২৫ সালের ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে। চলতি বছরের নভেম্বরে ছবির শুটিং শুরু হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়