৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু না হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ সুষ্ঠু না হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২মে) সন্ধ্যায় নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহামুদ তুফান (ঘোড়া প্রতিক) সংবাদ সম্মেলন করেন। নড়াইল শহরের তার নির্বাচনি অফিসে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,গত ২১মে নির্বাচনের দিন বিভিন্ন এলাকায় আমার নির্বাচনী এজেন্টদের কেন্দ্র হতে বের করে দেওয়া হয়। ভোটারদের ভোট প্রদানে বাধা দেওয়া হয়েছে। কয়েকটি কেন্দ্রে প্রচুর পরিমাণে জাল ভোট প্রদান করা হয়,যার ভিডিও ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি আরোও বলেন,চন্ডিবরপুর ইউনিয়নের সকল কেন্দ্র,আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর, দত্তপাড়া স্কুল, মাইজপাড়া ইউনিয়নের চারিখাদা স্কুল কেন্দ্রের ভোট যাচাই- বাচাই সহ পুনরায় ভোটের ব্যবস্থা ও গননা করার আহ্বান জানান। এ ব্যাপারে রিটার্নিং অফিসার (নড়াইল সদর ও লোহাগড়া উপজেলা) নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল বলেন, নির্বাচন সঠিক ও শান্তিপূর্ণভাবে সম্মপূর্ন হয়েছে ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়