৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

বারান্দিপাড়ায় যুবককে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের বারান্দি মান্দারতলা এলাকায় হাসিব হোসেন (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে জখম করেছে রাহুল নামে এক সন্ত্রাসী। জখম হাসিব পেশায় টাইলস মিস্ত্রি। তিনি ওমর আলীর ছেলে। অভিযুক্ত রাহুল বারান্দি কবরস্থান মাঠপাড়ার মোহাম্মদ আলীর ছেলে। আহত হাসিবকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়েছে। আহত হাসিবের দাবি ইয়ারকি করে ছুরি মেরেছে। তবে তার বক্তব্যের সাথে একমত না স্থানীয়রা। ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে এঘটনা ঘটে থাকতে পারে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত যুবক হাসিবের দাবি ইয়ারকি মারতে মারতে চাকু ঢুকিয়ে দিয়েছে। তার সাথে আসা পিতা ওমর আলী এ বিষয়ে মুখ খুলতে চাননি। প্রতিবেশি ইসরাফিল নামে এক যুবক জানান-বিষয়টি তার জানা নেই। তবে যেভাবে ছুরিকাঘাত করা হয়েছে, তা ইয়ারকির বিষয় না। হাসিব কিছু গোপন করতে পারে। এ বিষয়ে খোঁজখবর করে একাধিক সূত্রে জানা গেছে-ওই এলাকায় রয়েছে একটি সংঘবদ্ধ ছিনতাইচক্র। ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধ এবং সেই জেরে রাহুল ছুরিকাঘাত করেছে। এ বিষয়ে পুলিশের তদন্ত দাবি করেছেন স্থানীয়রা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়