উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে আমির হামজা(২৬) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার নুরনগর বাজারের সাহেবমনি কোল্ড স্টোরেজে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় রাতে রক্তাত্ত অবস্থায় তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সে উপজেলার নুরনগর ইউনিয়নের দক্ষিন হাজিপুর গ্রামের শওকাত গাজীর ছেলে। আহত যুবকের মামা রুবেল আহমেদ বলেন মঙ্গলবার সন্ধ্যার পর থেকে কর্মস্থলে কাজে ব্যস্ত ছিলেন আমির হামজা। আকস্মিকভাবে সাড়ে নয়টার দিকে দুই মটর সাইকেলযোগে চার অপরিচিত যুবক মুখে মাস্ক পরে কোল্ড স্টোরেজে ঢুকে এলোপাতাড়ি তার ভাগ্নেকে কুপিয়ে জখম করে। শরীরের ২৪/২৫ স্থানে ক্ষতের সৃষ্টি হওয়া আমির হামজাকে দ্রুত স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আমির হামজা জানান হামলার সাথে জড়িতদের কাউকে তিনি চিনতে পারেননি। তবে প্রতিষ্ঠান মালিকের সাথে বিরোধের জেরে প্রতিপক্ষের কেউ ঘটনায় জড়িত থাকতে পারে। কোল্ড স্টোরেজ মালিক সাহেব মনি বলেন বিষয়টি নিয়ে তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন। ব্যবসায়িক বিরোধের জেরে তার প্রতিষ্ঠানে ঢুকে হামলা হযেছে বলে তিনি দাবি করেন।শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন, ঘটনার পর পুলিশ হামলার সাথে জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছে।ভুক্তোভোগীর পরিবার বা প্রতিষ্ঠান মালিককে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।