৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ  । ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ 

রাস্তায় শুয়ে থাকা মানুষকে নিয়ে উপহাস, সমালোচনার মুখে তারকা দম্পতি

প্রতিদিনের ডেস্ক॥
বলিউডের আলোচিত অভিনেত্রী গওহর খানের স্বামী জায়েদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি রাস্তায় শুয়ে থাকা এক ব্যক্তির ছবি পোস্ট করে রসিকতার চেষ্টা করেছেন। আর এ নিয়ে তিনি নেটদুনিয়ায় তুমুল সমালোচনার শিকার হয়েছেন। খ্যাতনামা সঙ্গীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে এই জায়েদ। পেশায় একজন কোরিওগ্রাফার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তাই সবসময় সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ছবি এবং ভিডিও পোস্ট করতেই থাকেন। সম্প্রতি রাস্তায় শুয়ে থাকা এক ব্যক্তির ছবি পোস্ট করে তিনি লেখেন, এসি নেই, ফ্যান নেই, অন্ধকার নেই, অথচ নিশ্চিন্তে ঘুমোচ্ছে কারণ এর তো বউ নেই। তার এই পোস্ট দ্রুতই ছড়িয়ে যায় নেট দুনিয়ায়। ছবি আর পোস্টটি দেখে অনেকেই মন্তব্য শুরু করে। একজন তো গওহর কে উদ্দেশ্য করে বলেন, গওহর তো সবসময় অন্যকে জ্ঞান দিতে ব্যস্ত থাকে আর তার স্বামীর এই অবস্থা। এদিকে পঞ্চম দফা ভোটে বেশ বিরক্ত হয়েছিলেন গওহর খান।
তার অভিযোগ পোলিং বুথে নাকি চূড়ান্ত অব্যবস্থা ছিল। আর অন্যদিকে নেটিজেনরা তার স্বামীর উপর বিরক্ত। একজন তাকে উদ্দেশ্য করে বলেন, কালতো পোলিং বুথে ম্যাডামের বিস্তর সমস্যা হয়েছিল। আর এখন তার স্বামী শুয়ে থাকা মানুষের ছবি তুলছেন। এই অধিকার তো তার নেই।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়