৯ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৩শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ 

পাখির একটি পালক বিক্রি হলো ২৮ হাজার ডলারে!

প্রতিদিনের ডেস্ক॥
পাখির একটি পালকই নিলামে বিক্রি হয়েছে ২৮ হাজার ৪১৭ ডলারে (প্রায় ৩৩ লাখ ৩২ হাজার টাকা)। পালকটি নিউজিল্যান্ডের বিলুপ্ত হওয়া হুইয়া পাখির। এটিই পৃথিবীর সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া পাখির পালক।নিলামকারী প্রতিষ্ঠান ওয়েবস অকশন হাউস জানিয়েছে, প্রতিষ্ঠানটির ৩ হাজার ডলারে বিক্রির আশা ছিল। তবে রেকর্ড ভেঙে অবিশ্বাস্য বেশি দামে বিক্রি হয় পালকটি। নিউজিল্যান্ডের আদিবাসী মাওরি জাতির কাছে হুইয়া একটি পবিত্র পাখি। মাওরি গোত্রপ্রধান ও পরিবারপ্রধানেরা প্রায়ই মাথায় এ পাখির পালক পরতেন। পাশাপাশি হুইয়ার পালক উপহার দেওয়া বেচাবিক্রির জন্য ব্যবহারের প্রচলনও ছিল।
মিউজিয়াম অভ নিউজিল্যান্ড-এর তথ্যানুসারে, সর্বশেষ এই পাখিটি নিশ্চিতভাবে দেখা গিয়েছিল ১৯০৭ সালে। তবে এর পরের বিশ-ত্রিশ বছর ধরেও অসমর্থিত সূত্রে এই পাখি দেখার খবর পাওয়া গেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়