১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ 

এক নজরে দেখে নিন বিশ্বকাপে সবগুলো দলের স্কোয়াড

প্রতিদিনের ডেস্ক
অপেক্ষার প্রহর একেবারেই শেষের দিকে। হাতেগোনা আর মাত্র ৬ দিন বাকি। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের আয়োজনে হবে এবারের বিশ্বকাপ। এরইমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে অংগ্রহণকারী ২০টি দল। সর্বশেষ দল ঘোষণা করেছে পাকিস্তান। এক নজরে দেখে নিন, সবগুলো দলের স্কোয়াড।
গ্রুপ এ: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র
ভারতীয় স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), যসস্বি জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং , জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
পাকিস্তান স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), সাইম আইয়ুব, মোহাম্মদ রিজওয়ান, আজম খান, শাদাব খান, ফখর জামান, উসমান খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আবরার আহমেদ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
আয়ারল্যান্ড স্কোয়াড : পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, অ্যান্ড্রু বালবির্নি, কার্টিস ক্যাম্পফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, জোশ লিটল, ব্যারি ম্যাকার্থি, নিল রক, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।
কানাডা স্কোয়াড: সাদ বিন জাফর (অধিনায়ক), অ্যারন জনসন, দিলন হেইলিগার, দিলপ্রীত বাজওয়া, হর্ষ ঠাকার, জেরেমি গর্ডন, জুনায়েদ সিদ্দিকী, কলিম সানা, কানওয়ারপাল তাথগুর, নবনীত ধালিওয়াল, নিকোলাস কিরটন, পরগট সিং, রবিন্দরপাল সিং, রায়ানখান পাঠান, শ্রেয়ান মোভা।
যুক্তরাষ্ট্র স্কোয়াড: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স (সহ-অধিনায়ক), অ্যান্ড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, আলি খান, হারমিত সিং, জেসি সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, নিতীশ কুমার, নশতুশ কেনজিগে, সৌরভ নেথ্রালভাকর, শ্যাডলি ফন শ্যালকউইক, স্টিভেন টেলর, শায়ান জাহাঙ্গীর।
গ্রুপ বি: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওমান ও নামিবিয়া
অস্ট্রেলিয়া স্কোয়াড : মিচেল মার্শ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথিউ ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।
ইংল্যান্ড স্কোয়াড : জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, জোফরা আরচার, জোনাথন বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারেন, বেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ফিল সল্ট, রিসি টপলি, মার্ক উড।
স্কটল্যান্ড স্কোয়াড: রিচি বেরিংটন (অধিনায়ক), ম্যাথিউ ক্রস, ব্র্যাড কুরি, ক্রিস গ্রিভস, অলি হেয়ারস, জ্যাক জার্ভিস, মাইকেল জোন্স, মাইকেল লিস্ক, ব্র্যান্ডন ম্যাকমুলেন, জর্জ মুন্সে, সাফিয়ান শরিফ, ক্রিস সোল, চার্লি টিয়ার, মার্ক ওয়াট, ব্র্যাড হুইল।
ওমান স্কোয়াড : আকিব ইলিয়াস (অধিনায়ক), জিশান মাকসুদ, কাশ্যপ প্রজাপতি, প্রতীক আথাভালে (উইকেটরক্ষক), আয়ান খান, শোয়েব খান, মোহাম্মদ নাদিম, নাসিম খুশি (উইকেটরক্ষক), খালিদ কাইল, মেহরান খান, বিলাল খান, রফিউল্লাহ, কলিমুল্লাহ, ফাইয়াজ বাট, শাকিল আহমদ।
নামিবিয়া স্কোয়াড : গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), জেন গ্রিন, মাইকেল ফন লিংজেন, ডিলান লেইচার, রুবেন ট্রাম্পেলম্যান, জ্যাক ব্রাসেল, বেন শিকঙ্গো, টাঙ্গেনি লুঙ্গামেনি, নিকো ডেভিন, জেজে স্মিট, জান ফ্রাইলঙ্ক, জেপি কোটজে, ডেভিড উইজ, বার্নার্ড শলৎ, মালান ক্রুগার, পিডি ব্লিনাট।
গ্রুপ সি: আফগানিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাপুয়া নিউগিনি ও উগান্ডা
আফগানিস্তান স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, আজমত উল্লাহ ওমরজাই, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ নবি, গুলবাদিন নায়েব, করিম জানাত, নাঙ্গিয়াল খারোতি, মুজিব উর রহমান, নুর আহমদ, নাবিন-উল হক, ফজল হক ফারুকী, ফরিদ আহমদ মালিক।
নিউজিল্যান্ড স্কোয়াড: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি।
ওয়েস্ট ইন্ডিজ: রভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ, জনসন চার্লস, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেইন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।
পাপুয়া নিউগিনি স্কোয়াড : আসাদুল্লাহ ভালা (অধিনায়ক), সিজে আমিনি (ভিসি), আলেই নাও, চাদ সোপার, হিলা ভারে, হিরি হিরি, জ্যাক গার্ডনার, জন কারিকো, কাবুয়া ভাগি মোরিয়া, কিপলিং ডোরিগা, লেগা সিয়াকা, নরম্যান ভানুয়া, সেমা কামেয়া, সেসে বাউ, টনি উরা।
উগান্ডা স্কোয়াড: ব্রায়ান মাসাবা (অধিনায়ক), সাইমন সেসাজি, রজার মুকাসা, কসমাস কিয়েউতা, দিনেশ নাকরানি, ফ্রেড আচেলাম, কেনেথ ওয়াইসওয়া, আলপেশ রামজানি, ফ্রাঙ্ক সুবুগা, হেনরি সেনিওন্দো, বিলাল হাসান, রবিনসন ওবুয়া, রিয়াজত আলী শাহ (সহ-অধিনায়ক), জুমা মিয়াজি, রনাক প্যাটেল।
গ্রুপ ডি: বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
শ্রীলঙ্কা স্কোয়াড : ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়াক), কুসল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, মহেশ থিকশানা, দুনিথ ওয়াল্লাগে, দুশমন্থে চামিরা, নুয়ান থুসারা, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশঙ্কা।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড : এইডেন মার্করাম (অধিনায়ক), অটনিয়েল বার্টম্যান, জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, বজর্ন ফরচুইন, রিজা হেনড্রিক্স, মার্কো জ্যানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, অ্যানরিক নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেল্টন, তেবরিয়াজ শামসি, ত্রিস্টান স্টাবস।
নেদারল্যান্ডস স্কোয়াড : স্কট এডওয়ার্ডস (আধিনায়ক), ম্যাক্স ও’ডাউড, বিক্রম সিং, মাইকেল লেভিট, ওয়েসলি বারেসি, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, তেজা নিদামানুরু, বাস ডি লিডে, লোগান ফন বেক, টিম প্রিংগেল, আরিয়ান দত্ত, ড্যানিয়েল ডোরাম, ফ্রেদেরিক ক্লাসেন, পল ফন মিকেরেন, ভিভিয়ান কিংমা।
নেপাল স্কোয়াড : রোহিত পাউডেল (অধিনায়ক), আসিফ শেখ, অনিল কুমার সাহ, কুশল ভুর্টেল, কুশল মাল্লা, দীপেন্দ্র সিং আইরি, ললিত রাজবংশী, করণ কেসি, গুলশান ঝা, সোমপাল কামি, প্রতিস জিসি, সুনদীপ জোরা, অবিনাশ বোহারা, সাগর ধাকাল, কমল সিং আইরি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়