২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ 

কক্সবাজারে জোয়ারের পানিতে ভেসে এলো নারীর মরদেহ

প্রতিদিনের ডেস্ক:
কক্সবাজারের বাঁকখালী নদী ও সমুদ্রমোহনায় জোয়ারের পানিতে ভেসে এসেছে এক নারীর মরদেহ। রবিবার (২৬ মে) দুপুর ১টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন৷মরদেহটির পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।পুলিশ ও স্থানীয় স্পিডবোট চালকরা জানান, রবিবার এক স্পিডবোটচালক মহেশখালী থেকে কক্সবাজার যাওয়ার পথে বাঁকখালী নদী ও সমুদ্রের পানি যেখানে গিয়ে মিশেছে, ঠিক সে জায়গায় একটি মরদেহ ভাসছে দেখতে পান। তিনি স্পিডবোটের লাইনম্যানকে বিষয়টি জানালে তারা পুলিশে খবর দেয়।এসআই রুহুল আমিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ স্পিডবোটে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এটি অজ্ঞাত নারীর মরদেহ।’ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়