১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ 

কানে সেরা অভিনেত্রী অনসূয়া

প্রতিদিনের ডেস্ক॥
কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার আঁ সাঁর্তে রিগা বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ভারতীয় অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত। ‘দ্য শেমলেস’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে এই পুরস্কারটি জিতেছেন তিনি। শুধু তাই নয়, কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় অভিনেত্রীর তকমা অর্জন করেছেন অনসূয়া। ‘দ্য শেমলেস’ সিনেমাটি পরিচালনা করেছেন বুলগেরিয়ান পরিচালক কনস্ট্যান্টিন বোজানোভ। সিনেমার গল্পে একজন যৌনকর্মীর কথা উঠে এসেছে। যিনি দিল্লির পতিতাপল্লীতে একজন পুলিশকে হত্যা করে পালিয়ে যান। এ নিয়ে এগোতে থাকে সিনেমাটির কাহিনী। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিতা বশিষ্ঠ। সোশ্যাল মিডিয়ায় কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে পুরস্কার পাওয়ার মুহূর্ত শেয়ার করছেন অভিনেত্রী এবং তার এই পুরস্কারকে উৎসর্গ করেন তৃতীয় লিঙ্গের সম্প্রদায়সহ অন্যান্য প্রান্তিক সম্প্রদায়কে, যারা বীরত্বের সঙ্গে এমন এক লড়াই লড়ে চলেছেন যা লড়ার কোনো প্রয়োজন ছিল না। উল্লেখ্য, এর আগে অঞ্জন দত্তের ‘ম্যাডলি বাঙালি’ সিনেমায় অভিনয় করতে দেখা যায় অনসূয়াকে।এমনকি তিনি সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গেও কাজ করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়