১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ 

তিতাসের ১৪ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু, যাচ্ছে জাতীয় গ্রিডে

প্রতিদিনের ডেস্ক:
তিতাস গ্যাস ফিল্ডের ১৪ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। এরমধ্যে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে।কূপটিতে মোট ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে। যার বর্তমান বাজার মূল্য (প্রতি ঘনমিটার গ্যাসের গ্রাহক প্রান্তে ওয়েটেড গড় মূল্য ২২.৮৭ টাকা হিসেবে) ২ হাজার ৫৯০ কোটি টাকা।শনিবার (২৫ মে) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন।জ্বালানি বিভাগ জানায়, বাপেক্স তাদের বিজয়-১১ রিগ ব্যবহার করে ১৯ মার্চ ওয়ার্কওভার কাজ শুরু করে ২১ মে সফলভাবে শেষ করে। তিতাস ১৪ নম্বর কূপ থেকে দৈনিক ১০-১২ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উত্তোলন করলে আনুমানিক ১০ বছর কূপটি থেকে গ্যাস উৎপাদন করা যাবে।পেট্রোবাংলার অধীনে বিজিএফসিএল প্রাকৃতিক গ্যাস উৎপাদন ও গ্যাসের উপজাত কনডেনসেট প্রক্রিয়াজাতকারী একটি প্রতিষ্ঠান। কোম্পানিটির আওতায় মোট ৬টি গ্যাস ফিল্ড যথা- তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, নরসিংদী, মেঘনা ও কামতার মধ্যে উৎপাদনরত ৫টি গ্যাস ফিল্ডের মোট ৩৯টি কূপের মাধ্যমে দৈনিক গড়ে ৫৬০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উত্তোলন করা হচ্ছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়