২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ 

নতুন ৩ বাইক আনছে রয়্যাল এনফিল্ড

প্রতিদিনের ডেস্ক:
জনপ্রিয় বাইক সংস্থা রয়্যাল এনফিল্ড। একের পর এক বাইক আনছে বাজারে। এবার আরও ৩ বাইকের খবর সামনে এসেছে। খুব শিগগির বাজারে আসছে রয়্যাল এনফিল্ডের ৩৫০ সিসি এবং ৬৫০ সিসির নতুন ৩ বাইক। বাইকগুলোতে থাকছে নতুন অসংখ্য আপডেট।রয়্যাল এনফিল্ড গোরিলা ৪৫০, রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ ববার এবং ক্লাসিক ৬৫০ বাইকগুলো আসছে বাজারে। জেনে নেওয়া যাক বাইকগুলোতে কী কী সুবিধা থাকছে। রয়্যাল এনফিল্ড গোরিলা ৪৫০  ৪৫০ সিসির বাজারে এটি একটি বড় চমক হতে চলেছে। নাম শুনেই বোঝা যাচ্ছে বাইকে থাকছে ৪৫০ সিসি ইঞ্জিন, যা সর্বোচ্চ ৩৯.৪৭ হর্সপাওয়ার এবং ৪০ এনএম টর্ক তৈরি করতে পারবে। সঙ্গে পাবেন ৬ স্পিড গিয়ার। এটি ১০০ শতাংশ অ্যাডভেঞ্চার মোটরসাইকেল হতে চলেছে এটি। গত বছর যে নতুন হিমালয়ান ৪৫০ লঞ্চ করেছে রয়্যাল এনফিল্ড। সেই মোটরসাইকেলকে অনুসরণ করে আসতে চলেছে গোরিলা ৪৫০। ডুয়াল চ্যানেল এবিএস, এলইডি লাইটিং ফিচার্স তো থাকছেই, পাশাপাশি বাইকের লুকেও নতুনত্ব দেখা যেতে পারে। ভারতীয় বাজারে বাইকের দাম হতে পারে ২ লাখ ৩০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার রুপি (এক্স-শোরুম)।রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ ববাররয়্যাল এনফিল্ড ক্লাসিকের নতুন ভার্সন আনতে চলেছে সংস্থা। এটি হতে চলেছে ক্লাসিক ৩৫০ ববার ভার্সন। আরামদায়ক রাইডিং স্টান্সের পাশাপাশি এতে পাবেন ত্রুজার স্টাইল রাইডিং পজিশন। এতে পাবেন সিঙ্গেল পিস সিট এবং হ্যাঙ্গার স্টাইল হ্যান্ডেলবার। বাইকে থাকতে পারে ক্রিম ও লাইট গ্রিন কালার টোন। এতে পাবেন ৩৪৯ সিসি জে সিরিজ ইঞ্জিন যা সর্বোচ্চ ২০ হর্সপাওয়ার এবং ২৭ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে পাবেন ৫ স্পিড গিয়ারবক্স। ভারতে বাইকের দাম শুরু হতে পারে ২ লাখ ৩০ হাজার রুপি থেকে (এক্স-শোরুম)।রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০ বাইকপ্রেমীদের কাছে ৩৫০ সিসির ক্লাসিক বেশ জনপ্রিয়। এবার বাজারে আসছে ৬৫০ সিসির ক্লাসিক, রয়্যাল এনফিল্ডের বার্ষিক উৎসব যা মটোভার্স নামে পরিচিত। সেখানে বাইকের আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে সংস্থা। ভারতে ৩ লাখ ২৫ হাজার রুপি থেকে দাম শুরু হতে পারে ৬৫০ সিসি ইঞ্জিনের নতুন রয়্যাল এনফিল্ড ক্লাসিকের।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়