১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ 

নদীর জোয়ারের চাপ বৃদ্ধি, ভীতি ছড়াচ্ছে ঢেউয়ের তীব্রতা

উৎপল মণ্ডল, শ্যামনগর
ঘুর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলীয়বর্তী শ্যামনগর সহ সুন্দরবনসংলগ্ন নদীসমূহে জোয়ারের চাপ বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকের তুলনায় তিন ফুটেরও বেশী জোয়ার হলেও স্থানীয়দের মধ্যে ভীতি ছড়াচ্ছে মুলত নদীসমুহের তীব্র ঢেউ। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে উপকুল রক্ষা বাঁধের ঝুঁকিপুর্ন অংশ মেরামতের দাবি করা হলেও শংকা তৈরী হয়েছে বাঁধ ছাপিয়ে নদীর পানির লোকালয়ে প্রবেশ নিয়ে। এদিকে২৬ মে (রবিবার)দুপুর ২টা পর্যন্ত স্থানীয় সাইক্লোন শেল্টারগুলোতে কোন লোকজনকে আশ্রয় নিতে দেখা যায়নি। মুল্যবান জিনিসপত্র গুছিয়ে নিয়ে বরং এলাকাবাসী নিজ নিজ বাড়িতে সতর্কাবস্তায় অবস্থান নিয়েছে।
সরেজমিন ঘুরে দেখা যায়,উপকুলবর্তী এলাকার খোলপেটুয়া, কপোতাক্ষ ও কালিন্দি নদীর পানি স্বাভাবিকের তুলনায় তিন ফুটের মত বৃদ্ধি পেয়েছে। এছাড়া পুর্ব দিক থেকে তীব্র ঝড়ো বাতাস বইতে থাকায় এসব নদীর ঢেউ পশ্চিমকুলে তীব্র বেগে আঁছড়ে পড়ছে। শ্যামনগরের দুর্গাবাটি এলাকায় পৌছে দেখা যায়, স্থানীয়রা জিও ব্যাগের মোটা কাপড় মুড়িয়ে উপকুল রক্ষা বাঁধ রক্ষার চেষ্টা করছে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কর্মরত এসব গ্রামসবাসী জানায় পাউবোর লোকজন বালুভর্তি বস্তা ফেলে গেলেও ঢেউয়ের আঘাতে সেসব বস্তা সরে যাচ্ছে। আবার পানির সাথে মিশে অনেক স্থানে বস্তার বালু বেরিয়ে যাওয়ায় সেসব অংশের বাঁধ ঝুঁকিপুর্ন হয়ে পড়ছে। বাধ্য হয়ে তারা জিও ব্যাগ তৈরীর কাপড় দিয়ে ঢেউ আঁছড়ে পড়া অংশ ঢেকে দেয়ার চেষ্টা করছে। এদিকে সুন্দরবন ও সীমান্তসংলগ্ন গোলাখালী গ্রামের জামির হোসেন জানান,জোয়ারের পানি বৃদ্ধি হলেও ঢেউয়ের তীব্রতা তাদের সবচেয়ে আতংকিত করছে। মাঝেমধ্যে দমকা বাতাসের সময় সৃষ্ট ঢেউ আঁছড়ে পড়ায় তারা রীতিমত ভাঙন আতংকে ভুগছে। গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন,রবিবার দুপুর তিনটা পর্যন্ত তার এলাকায় কোন ভাঙনের সৃষ্টি হয়নি। তবে সাইক্লোন শেল্টার দুরে হওয়ায় অনেকে বাড়িঘর ছেড়ে দুরবর্তী সাইক্লোন শেল্টারে যেতে অনীহা দেখাচ্ছে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিবুল আলম বলেন, উপজেলার ১৬৯টি সাইক্লোন শেল্টারসহ আরও শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুৃত রাখা হয়েছে। ইতিমধ্যে এক হাজারেরও বেশী মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। সিপিপিসহ বিভিন্ন সংগঠনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবী প্রস্তুত রয়েয়ে বলেও তিনি জানান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়