১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ 

রাজস্থানে তাপমাত্রা ৫০ ডিগ্রি

প্রতিদিনের ডেস্ক
আর মাত্র এক ডিগ্রি পেরোলেই গরমের আগের সব রেকর্ড ভেঙে দেবে রাজস্থান। ইতিমধ্যেই ৫০ ডিগ্রি সেলসিয়াসে পুড়ছে পশ্চিমের এই রাজ্য। তীব্র তাপদাহে গত ২৪ ঘণ্টায় হিটস্ট্রোকে ৬ জনের মৃত্যু হয়েছে এবং গত ৭২ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৫ জনের। স্বভাবতই, হিট স্ট্রোকের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কিত মানুষজন। আবহাওয়া দপ্তর জানায়, এর আগে ২০১৬ সালের ১৯ মে রাজস্থানের ফলোদিতে তাপমাত্রা ৫১ ডিগ্রি ছুঁয়েছিল। এবারে সেই রেকর্ডের দোরগড়ায় দাঁড়িয়ে রয়েছে তাপমাত্রা। এমন অবস্থায় আগামী সোমবার পর্যন্ত রাজস্থানের ১৩টি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন। এগুলো হল-আলওয়ার, বারান, কোটা, বারমের, বিকানের, জালোর, চুরু, হনুমানগড়, যোধপুর, পালি, নাগৌর, শ্রীগঙ্গানগর এবং জয়সলমের। দিনের বেলা সকাল ১০টার পর থেকে বিকেল ৪টার আগে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। একদিকে যখন তীব্র গরমে জ্বলছে রাজস্থান তখন অন্যদিকে ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে ২৬ মে মধ্যরাতে আছড়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়