১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

খুলনা প্রতিনিধি
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে রনি সরদার (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় মহানগরীর টুটপাড়া জনকল্যাণ স্কুলের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত রনি রূপসা গরুর হাট গণ কবরস্থানের পাশের এলাকার বাসিন্দা মৃত. আব্দুর রব সরদারের ছেলে।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা সোয়া ৬টার দিকে খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়া জনকল্যাণ স্কুলের দক্ষিণ পাশে রনি সরদারকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। গুলি রনির গলার ডান সাইডে কানের নিচে লাগলে সে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে সার্জারী ৯/১০ ওয়ার্ডে ভর্তি করেন। পরে রাত সোয়া ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রনির মৃত্যু হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়