১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

উয়েফা কনফারেন্স লিগ: গ্রিসের ইতিহাস

প্রতিদিনের ডেস্ক॥
উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে ফিওরেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছে অলিম্পিয়াকস। গ্রিসের প্রথম দল হিসেবে ইউরোপিয়ান ক্লাব ফুটবল প্রতিযোগিতায় বড় কোনো শিরোপা জিতলো অলিম্পিয়াকস। যা গ্রিস ক্লাব ফুটবলে দারুণ এক মাইলফলক। এই ম্যাচকে সামনে রেখে দর্শক এবং খেলোয়াড়দের মধ্যে যে ধরনের আগ্রহ, উদ্দীপনা ও তীব্রতা ছিল, সে হিসেবে ম্যাচটি তেমন জমজমাট হয়নি। ম্যাচে গোলের দেখা পাওয়া মুশকিল হয়ে পড়েছিল। মনে হচ্ছিল, দারুণ এই ম্যাচে গোল অধরাই থেকে যাবে। মূল সময়ে তো গোল হয়নি, এমনকি অতিরিক্ত ৩০ মিনিটের খেলাও গোলশূন্য থেকেই শেষ হতে যাচ্ছিল। তখন মনে হয়েছে, টাইব্রেকারের মাধ্যমেই শিরোপা নির্ধারিত হবে। তবে শেষ পর্যন্ত বহুল আকাঙ্ক্ষিত গোলের দেখা পেয়েছে দর্শকরা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে (১১৬ মিনিটে) গোল করে অলিম্পিয়াকস। এই এক গোলেই ইতিহাস গড়ে ফেলেছে গ্রিসের ক্লাবটি। গোলটি করেন আইয়ুব আল কাবি। কনফারেন্স লিগে এ নিয়ে ১১ গোল করলেন মরক্কোর এই তারকা ফুটবলার। শিরোপা জিতে অলিম্পিয়াকসের কোচ মেন্দিলিবার বলেন, ‘এমন কিছু অর্জন করতে পেরেছি তা আমরা ভীষণ খুশি। যা ক্লাব আগে অর্জন করতে পারেনি। আমরা উদযাপন করবো, উল্লাস করবো এবং তারপর আমরা কাজে মনোযোগ দিবো এবং সামনে আমাদের কী দায়িত্ব আছে, সেদিকে মন দিব।’ এর আগে ১৯৭১ সালে একেবারে কাছাকাছি এসেও শিরোপা ছুঁতে ব্যর্থ হয় প্যানাথিনাইকস। সে আসরের ফাইনালে নেদারল্যান্ডসের ক্লাব অ্যাজাক্স আমস্টারডমের কাছে হেরে গিয়েছিল গ্রিসের ক্লাবটি। তবে এবার আর ব্যর্থ হয়নি। ইতালিয়ান ক্লাব ফিওরেন্টিনাকে হারিয়ে নতুন ইতিহাস লিখেছে অলিম্পিয়াকস।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়