১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

বাগেরহাটে ৩ মটরসাইকেলসহ সংঘবদ্ধ চক্রের আটত-৬

কামরুজ্জামান মুকুল, বাগেরহাট
বাগেরহাট-খুলনা ও গোপালগঞ্জের সংঘবদ্ধ মটর সাইকেল চোর সংঘবদ্ধ চক্রের ৬ জনকে পুলিশ আটক করেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ৩ টি চোরাই মটর সাইকেলসহ তাদের আটক করে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আবুল হাসনাত খান (পিপিএম) এ তথ্য জানান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, বাগেরহাট মডেল থানার ওসি মো. সাইদুর রহমান উপস্থিত ছিলেন। আটককৃতরা হল, চিতলমারী উপজেলার আড়–য়াবর্ণি গ্রামের নাসির মল্লিকের ছেলে রুবেল মল্লিক(৩৫), বারশিয়া গ্রামের বাদশা ধুনির ছেলে জামাল ধুনি( ২৬), আফজাল শেখের ছেলে ওসিবুর রহমান (৩৯), চরবানিয়ারী এলাকার চেহার তরফদারের ছেলে ওহাব তরফদার ( ৪০), গোপালগঞ্জ জেলার হাতিকাটা এলাকার নিজাম মোল্লার ছেলে আরিফুল মোল্লা (২৭) এবং গোবরা সোনাকুড় গ্রামের নওয়ার আলি শেখের ছেলে শান্ত শেখ (২১)। এদের নিকট থেকে ৩ টি চোরাই মটরসাইকেলসহ মাস্টার কি(চাবি), কাটার মেশিন, সেলাই রেঞ্জ, গ্রান্ডিং মেশিন, স্কু-ড্রাইভার, ও রং করার স্প্রে উদ্ধার করা হয়। পুলিশ সুপার আরও জানান, বাগেরহাট সদর মডেল থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি টীম সিসি ফুটেজ পর্যালচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মালামালসহ এদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা অপরাধের কথা স্বীকার করেছে। সংঘবদ্ধ এ চক্রের বাকী সদস্যদের আটকে অভিযান চলছে। এদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়